চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় রফিক ও আলম নামের যুবলীগের ২ কর্মী গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চত্বরে এ হামলার ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরের একটি চায়ের দোকনে বসে রাতে গল্প করছিলেন রফিক ও আলম। এ সময় একদল দুর্বৃত্ত তাদের ধাওয়া করলে তারা হাসপাতাল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাদেরকে ধরে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৫/মাহবুব