ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযান চালিয়ে পুলিশ সরকারবিরোধী লিফলেট, চাঁদা আদায়ের রশিদ ও জিহাদি বইসহ ৪ শিবিরকর্মীকে আটক করেছে।
শনিবার দিবাগত রাতে মহেশপুর শহর ও পৈলানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মহেশপুর উপজেলার পৈলানপুর গ্রামের শুকুর আলীর ছেলে ওমর আলী (২৪), রায়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সামউল ইসলাম (২০), মহেশপুর শহরের জমিদার পাড়ার নবিছ উদ্দীনের ছেলে বিনু শেখ (২৪) ও একই গ্রামের মকবুল হোসেনের ছেলে মনির হোসেন (২৬)।
মহেশপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহীন জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মহেশপুরে সরকার বিরোধী লিফলেট, চাঁদা আদায়ের রশিদ ও কিছু জিহাদি বই নিয়ে ৪ শিবির কর্মী শহরে অবস্থান করছে। এ সময় হাতে-নামে জিহাদী বইসহ তাদেরকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৫/মাহবুব