ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা মজিদবাড়ি বাজারের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনিচুর রহমান হাওলাদার (৬০) নামে এক পানচাষীর মৃত্যু হয়। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হাওলাদারকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা বেগতিক হলে তাকে বরিশালে রেফার করেন সংশ্লিষ্ট ডাক্তার। বরিশাল নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। সে উপজেলার গোপালপুর এলাকার পূর্ববনগ্রাম গ্রামের মৃত জাফর হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজের জমির পান বাজারে বিক্রি করে বাড়ি ফেরার পথে বরিশাল থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/১ নভেম্বর ২০১৫/শরীফ