'জেগেছে যুবক, জেগেছে দেশ' এই স্লোগানে আজ জামালপুরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।
দিবসটি উপলক্ষ্যে আজ সকালে জামালপুর বৈশাখী মেলা মাঠ থেকে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপির নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, যুব প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও অনুদানের চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে রেজাউল করীম হীরা এমপি, পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন, সাবেক পৌর চেয়ারম্যান মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/১ নভেম্বর ২০১৫/শরীফ