সিরাজগঞ্জের উল্লাপাড়ার ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেরা হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও তিনজনকে মারপিট করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ ওঠেছে। শনিবার গভীর রাতে উপজেলার চরমোহনপুর দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলন- অনিতা দাস (৬০), ঝুমুর বালা দাস (৭৫) ও অজিত দাস (১৮)। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অজিত দাসের বাবা ভজন চন্দ্র দাস অভিযোগ করে জানান, তার ভাগিনা পলক দাসের স্ত্রী কাজলীকে মাঝে মধ্যেই উত্যক্ত করতো প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে সুমন ও মোহন। এ অবস্থায় শনিবার রাতে পলকের স্ত্রীর ঘরে ঢিল ছোঁড়ে সুমন। এ নিয়ে অজিত দাস প্রতিবাদ করলে তাকে মারপিট করে। এ সময় বৃদ্ধা ঝুমুল বালা ও অনিতা দাস এগিয়ে এলে সুমন, তার বাবা জামাল উদ্দিন ভাই মোহন, সজীব ও মা সনেকা লাঠিসোটা দিয়ে তাদের উপর হামলা চালায় এবং বাড়িঘর-আসবাবপত্র ভাংচুর করে।
তবে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ জানান, রাতে ঘটনাস্থলে গেলে আহতরা বা তাদের পরিবারের কোন সদস্য ইভজিটিংয়ের বিষয়টি জানায়নি। ওই সময় জানিয়েছিল বাড়ির সামনে একটি সাপ মারাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। সকালে শুনছি ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারপিট ও বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৫/মাহবুব