কিশোরগঞ্জের হোসেনপুরে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আজ রবিবার দুপুরে হোসেনপুর বাজারে এ ঘটনা ঘটে।
সম্প্রতি জহিরুল ইসলাম মবিনকে সভাপতি করে হোসেনপুর উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেয় জেলা বিএনপি। এর প্রতিবাদে সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমিন পারভেজ ও তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে আজ রবিবার দুপুরে স্থানীয় মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করে গঠিত কমিটি প্রত্যাখ্যান করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূরুল আমিন পারভেজ গঠিত কমিটিকে হোসেনপুরে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, ‘আগামী সাতদিনের মধ্যে এ কমিটি বাতিল না করলে গঠিত কমিটিকে প্রতিরোধ এবং জেলা বিএনপিকেও হোসেনপুরে অবাঞ্ছিত করা হবে। প্রয়োজনে গণপদত্যাগের মতো কর্মসূচি দেওয়া হবে। ’
সংবাদ সম্মেলনের পর পারভেজের নেতৃত্বে একটি জুতা মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করার সময় সাদা পোশাকে পুলিশ এসে মিছিলে বাধা দেয়। এর কিছুক্ষণ পরই বর্তমান কমিটির নেতা মবিনের সমর্থকরা লাঠিসোটা ও ছুরি নিয়ে মিছিলকারীদেরকে ধাওয়া দেয়। বেশ কিছুক্ষণ উভয় গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে হোসেনপুরে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/১ নভেম্বর ২০১৫/শরীফ