বাংলাদেশ আওয়ামী যুবমহিলা লীগের মেহেরপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সামিউন বাশিরা পলিকে সভানেত্রী, রুত শোভা মন্ডলকে সাধারণ সম্পাদিকা ও নাসরিন নাজনিনকে সাংগঠনিক সম্পাদিকা মনোনিত করে ৭১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়।
রবিবার মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা মহিলা যুবলীগের আহবায়ক সামিউন বাশিরা পলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর -১ (সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা আখতার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, আওয়ামী লীগ নেতা অ্যাড. ইব্রাহিম শাহিন, জেলা মহিলা লীগের সাবেক সভানেত্রী শামিম আরা হীরা। সম্মেলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক রুত শোভা মন্ডল।
সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে নাজমা আক্তার বলেন, বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন তার কুপুত্র তারেক রহমানের সাথে শলাপরামর্শ করতে। কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়, কিভাবে বাংলাদেশে আবার রক্তের বন্যা বইয়ে দেয়া যায়, কিভাবে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুৎ করা যায় সেই ষড়যন্ত্র তিনি বিদেশে বসে করছেন। নাজমা আক্তার বলেন, খালেদা জিয়া বিদেশে বসে বেছে বেছে বিদেশী নাগরিকদের হত্যা করছেন। তিনি মনে করেছেন এ ধরনের কর্মকান্ড করলে তিনি নির্বাচন পাবেন, আর জনগণ তাকে ভোট দিবে কিন্তু সে গুড়ে বালি, বাংলাদেশের জনগণ এখন মানুষ চিনতে শিখেছেন।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর ২০১৫/এস আহমেদ