দিনাজপুরে ট্রাক চাপায় মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। প্রতিবাদে ক্ষুদ্ধ এলাকাবাসী ঘন্টা খানেক সড়ক অবরোধ করে রাখে।
নিহত মো. জাহাঙ্গীর আলম সদর উপজেলার শশরা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তজির উদ্দিনের পুত্র।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়কের সরকার পাড়া পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. রেজাউল করিম জানান, দিনাজপুর থেকে একটি পন্যবাহী ট্রাক ঢাকা যাওয়ার পথে সদর উপজেলার শশরা ইউনিয়নের দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের সরকার পাড়া পেট্রোল পাম্প এলাকায় পথচারী জাহাঙ্গীর আলমকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। ঘটনার পর থেকে বিকল্প পথে যানচলাচল করে।
কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর ২০১৫/এস আহমেদ