রাজশাহীর পুঠিয়া উপজেলায় দুটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে বানেশ্বর কলেজের পেছনে বোমা দুটি পাওয়া যায় বলে জানিয়েছেন পুঠিয়া থানার ওসি শাহরিয়ার আলম।
তিনি বলেন, কলেজের পেছনে একটি কাঠ মিলের পাশে একটি ব্যাগে মোটা দুইটি বই পাওয়া যায়। বই দুটি একসঙ্গে বেঁধে মাঝখানে কেটে বোমা দুইটি রাখা আছে। কাঠ মিলের শ্রমিকরা বই দুটি দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন।
ওসি আরও বলেন, প্রথমে পুলিশ গিয়ে ওই ব্যাগটি ঘিরে রেখে র্যাবকে খবর দেয়। পরে র্যাব সদস্যরা গিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা করে শক্তিশালী বোমা বলে নিশ্চিত হন।
বোমা দুটি বালির বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে। সোমবার ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে তা নিস্ক্রিয় করবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর ২০১৫/এস আহমেদ