দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে সরকারপাড়া পেট্রোল পাম্প এলাকায় ট্রাকের চাপায় জাহাঙ্গীর আলম (৪২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার শশরা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তজির উদ্দিনের ছেলে। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান (পিপিএম) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২ নভেম্বর ২০১৫/শরীফ