আসন্ন পৌর নির্বাচনে সাতক্ষীরার দুই পৌরসভায় মেয়র পদে ৫ জন করে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া দুই পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৬৭ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভায় নৌকা প্রতীকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ধানের শীষ প্রতীকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাশকিন আহমেদ চিশতী, লাঙ্গল প্রতীকে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কর্মাসের সভাপতি নাসিম ফারুক খান মিঠু ও জেলা জামায়াতের সেক্রেটারী নুরুল হুদা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া, পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। আর তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলেরে বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে ১০টি।
কলারোয়া: কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বরখাস্তকৃত মেয়র গাজী আক্তারুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, জাতায় পার্টি মনোনীত উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুনসুর আলী, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আরাফাত হোসেন ও জামায়াত নেতা মুক্তিযোদ্ধা ঈমান আলী শেখ।
এছাড়া, তিনটি সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা পড়েছে ৬টি এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা পড়েছে ২৮টি।
জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব