ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের জের কলেজটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ছাত্ররা এবং শুক্রবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। এ ঘটনায় বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
কলেজ সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে কলেজের ছাত্রলীগ নেতা হাবিব ও রানা গ্রুপের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হাবিব গ্রুপের নেতাকর্মীরা রানা (২২) ও সাকিরকে (২০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য সাকিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সংঘর্ষের পর সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বলে জানান কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম।
এদিকে, এ ঘটনার পর সন্ধ্যায় হুট করেই আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত কলেজ বন্ধের ঘোষণা দেন কলেজটির প্রিন্সিপাল ড. নুরুল ইসলাম। তিনি জানান, কলেজের শীতকালীন ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। কিন্তু শিক্ষার্থীদের মাঝে ভুল বুঝাবুঝির কারণে ক্যাম্পাস ১১ দিন আগেই বন্ধ করে দিতে হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব