কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম মোস্তাককে (২৮) কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনার জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের দায়ী করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে বলে জানান জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহম্মদ জয়।
তিনি বলেন, “শহরের হাসপাতাল সড়কে জামায়াত অফিসের সামনে নিজের মোবাইল রিচার্জের দোকানে বসে ছিলেন মোস্তাক। এ সময় ছাত্রশিবিরের আট-দশ জন সশস্ত্র কর্মী তাকে দোকান থেকে টেনে রাস্তায় নিয়ে কুপিয়ে আহত করে।'
কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক এফ বি শর্মা বলেন, তার ডান পাশের ঠোঁট কেটে পড়ে গেছে। পায়েও কোপের চিহ্ন রয়েছে। তবে রগ কাটেনি। উন্নত চিকিৎসার জন্য মোস্তাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা জামায়াতের অফিসে ভাঙচুরের পর আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব