চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে সানজিদা আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। অগ্নিকাণ্ডে চারটি দোকানও পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া মাজার এলাকার আলাউদ্দিন ও সালাউদ্দিনের দোকানের পেছনে বাদশা মিয়ার বাড়িতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছার আগেই একটি কুলিং কর্নার, একটি চায়ের দোকান ও দুটি পান-সিগারেটের দোকান পুড়ে যায়। ওই বাড়ির শিশু সানজিদা আক্তার ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায়।
জানা গেছে, বাড়িতে মশার কয়েল জ্বালিয়ে বাদশা মিয়ার পরিবারের সদস্যরা পাশের বাড়িতে গেলে কয়েল থেকে আগুন লাগে।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ