গোপালগঞ্জে এক গৃহবধূকে বেঁধে রেখে তার সামনেই দুই শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ভোজেরগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত রায়হান (১০) ও রইচ (৬) ওই গ্রামের ইউসুফ সরদারের ছেলে। রায়হান ও রইচ রাতের খাবার খাওয়ার সময় অপরিচিত দুই ব্যক্তি হঠাৎ ঘরে ঢুকে তাদের মা কুলসুম বেগমকে বেঁধে ফেলে। পরে তার সামনেই দুই ভাইকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
রায়হান ভোজেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
নিহত দুই শিশুর বাবা ইউসুফ টুঙ্গীপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক। ঘটনার আধা ঘণ্টা পর তিনি বাড়ি পৌঁছান।
কে বা কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানাতে পারেনি। তবে অদ্ভুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন দ্রুত সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ