মৌলভীবাজার জেলার রাজনগরে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। নিহত সোহেল মিয়ার (২২) বাড়ি হবিগঞ্জের বাহুবল থানায়। এছাড়া আহত হয়েছেন হেলপার কামাল মিয়া (২৫)।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাজনগর উপজেলার লঙ্গরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল থেকে রাজনগরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে পিকআপভ্যান চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক সোহেল মিয়া নিহত ও হেলপার কামাল মিয়া আহত হন। তাদের বাড়ি হবিগঞ্জের বাহুবল থানায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ