নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের কয়ান গ্রামের আমির হোসেনের বাড়ির গোয়াল ঘর থেকে বৃহস্পতিবার রাতে ৫টি গরু চুরি হয়েছে। গরু ৫টির আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা বলে জানিয়েছেন গৃহকর্তা।
জানা যায়, গতকাল দিবাগত রাত ২টার দিকে ইটের দেয়াল ও লোহার গ্রিল ঘেরা সুরক্ষিত গোয়াল ঘরের দুই দরজার তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরেরা গরু নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া গরুর মধ্যে ২টি ষাঁড়, ২টি গাভী ও ১টি বকনা বাছুর ছিল।
প্রতিবেশী সামাদ প্রামাণিক জানান, মাস খানেক আগে তার বাড়ি থেকেও একইভাবে একটি গাভী ও একটি ষাঁড় চুরি হয়।
বিডি-প্রতিদিন/৪ ডিসেম্বর ২০১৫/শরীফ