নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে অংশ নিতে বিএনপি'র এক বিদ্রোহী প্রার্থীসহ ৪ জন মেয়র পদে প্রতিদ্বদ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বর্তমান মেয়র ও বিএনপি সমর্থিত প্রার্থী মো. ইসাহাক আলী, বর্তমান ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ সমর্থিত আব্দুল বারেক সরদার, জাতীয় পার্টি সমর্থিত মো. বেলাল আহমেদ হিরু এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর বিএনপি'র সভাপতি (বিদ্রোহী প্রার্থী) এ্যাড. শরিফুল হক মুক্তা মনোনয়নপত্র জমা দেন। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র জমা দেয়া উপলক্ষ্যে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে মেয়র এবং কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারণায় মুখর হয়ে উঠে। প্রার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, নির্বাচনে আগ্রহী সব রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থী নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দিযেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত প্রার্থী বা সমর্থক কারো কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। শেষ সময় পর্যন্ত সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর আসনে ৯ জন ও ৯টি ওয়ার্ড কাউন্সিলর আসনে মোট ৪০ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন। আগামী ৩০ ডিসেম্বর দেশের অন্যান্য স্থানের মতো এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/৪ ডিসেম্বর ২০১৫/শরীফ