কক্সবাজার শহরে ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম মোস্তফার পায়ের রগ ও ঠোঁট কেটে দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুই জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- কক্সবাজার শহরের হাসপাতাল সড়ক এলাকার মৃত আব্দুর রবের ছেলে কামাল হোসেন (৪০) ও সদরের চান্দের পাড়ার মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ নজরুল (৩৫)।
শুক্রবার সকাল ১০টার দিকে শহরের হাসপাতাল সড়ক ও সদরের চান্দের পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কক্সবাজার সদর থানা পুলিশের ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে এনে ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম মোস্তফার পায়ের রগ ও ঠোঁট কেটে দেয় ছাত্র শিবিরের ক্যাডাররা। এ ঘটনার পর শুক্রবার সকালে ২ জামায়াত কর্মীকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ