মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটানায় গাড়ি চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোরে মৌলভীবাজার কুলাউড়া সড়কের লংগুরপুল এলাকায়। পুলিশ জানায়, শুক্রবার সকালে মৌলভীবাজারগামী একটি চলন্ত পিকআপ ভ্যান রাজনগরের লংগুরপুল এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক সুহেল মিয়া (২৫) মারা যান। নিহত সুহেল হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাজসরত গ্রামের জালাল মিয়ার ছেলে। রাজনগর থানার এসআই ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/৪ ডিসেম্বর ২০১৫/শরীফ