চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মধ্যম সোনাইছড়ি শীতলপুর এলাকায় সানজিদা বেগম (৮) নামে এক মিশু আগুনে পুড়ে নিহত হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আগুনে একটি মুদি ও একটি চায়ের দোকানও পুড়ে যায়।
কুমিরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আব্দুল্লাহ হারুন পাশা বলেন, রাত সাড়ে ৯টার দিকে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। রাতে সানজিদাকে ঘুম পাড়িয়ে তার বাবা-মা দরজায় তালা দিয়ে বাইরে যায়। এসময় মশার কয়েল থেকে ঘরে আগুন লাগে। এতে শিশুটি মারা যায়। রাত পৌনে ১১টার দিকে কুমিরা ফায়ার স্টেশনের দুইটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন