বগুড়া শহরের শহীদ খোকন পার্কে বগুড়া সদর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা জাপার আহবায়ক এইচ এম ইকবাল এর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, প্রধান বক্তা ছিলেন বিরোধী দলীয় হুইপ, জাপার কেন্দ্রিয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর এমপি।
সদর উপজেলা জাপার সদস্য সচিব আরিফুল ইসলাম শহিদ এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা জাপা নেতা সামছুল আলম তালুকদার, ফজলে রহিম মঞ্জু, মোশারফ হোসেন মুকুল, অ্যাডভোকেট এয়নুল ইসলাম, হাজী নুরুল আমিন বাচ্চু, এটিএম শাহ আলম, শহিদুর রহমান পশারী মন্টু, অ্যাডভোকেট সাথী হান্নান, আব্দুল মজিদ সরকার, মোকছেদুল আলম, আবু তাহের আকন্দ, ফারুক আহম্মেদ, মোস্তাফিজার রহমান বাদশা, আব্দুল হান্নান, ছানাউল্লা ছানা, এরফান আলী, আবু জাকারিয়া আবু, সাহিদুল ইসলাম, সফিকুল ইসলাম সুইট, ফরহাদ আলী খোকন, সাখাওয়াত হোসাইন জনি প্রমুখ।
এর আগে সম্মেলন উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ মিছিল সহকারে সম্মেলনে যোগদান করেন। সমাবেশে বক্তারা আগামীতে এককভাবে নির্বাচনে অংশ নেয়ার জন্য জাপার নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহবান জানান।
উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছর পর উৎসবমুখর পরিবেশে সদর উপজেলা জাপার সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে সদর উপজেলা জাপার আহবায়ক এইচ এম ইকবালকে সভাপতি ও সদর উপজেলা জাপার সদস্য সচিব আরিফুল ইসলাম শহিদকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা জাপার কমিটি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৫/মাহবুব