মৃত্যুর একদিন একরাত পরও হাসপাতাল কর্তৃপক্ষ লাশের আত্মীয় স্বজনের কোন খোঁজ পাননি। পুলিশও কোন ব্যাবস্থা নিতে অপরাগতা প্রকাশ করছে। পরবর্তীতে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মাগুরা সদর হাসপাতালে। হাসপাতালের রেকর্ড বলছে গত ৩ ডিসেম্বর মারাত্মক অসুস্থ অবস্থায় কে বা কারা ঐ ব্যাক্তিকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির সময় তার নাম সাইফুল, পিতা: মৃত: জলিল, শহরের আদর্শ পাড়ার ঠিকানায় তাকে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সে মারা যায়।
মারা যাওয়ার পর থেকে তার লাশ হাসপাতালের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডের সামনের বারান্দায় ফেলে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ লিপিবদ্ধ ঠিকানায় যোগাযোগ করেও তার আত্মীয় স্বজনের পরিচয় না পেয়ে মাগুরা সদর থানায় বেওয়ারিশ লাশ হিসেবে ব্যবস্থা গ্রহনের আবেদন জানান। কিন্তু থানা পুলিশ আবেদন গ্রহন করেনি। ডা: অমর প্রসাদ বিশ্বাস পুলিশের কাছে লিখিত আবেদনটি করেন। কিন্তু থানা পুলিশ আবেদন গ্রহন করেনি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েন।
অবশেষে আজ শুক্রবার দুপুরে স্থানীয় আদর্শ পাড়ার সাইফুল নামে এক ব্যক্তি তার পরিচিত জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পিপড়ায় বাসা বাঁধা লাশটিকে বুঝে নেয়।
বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন