মাদারীপুরের রাজৈরে বানেছা নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈরের মজুমদার কান্দি গ্রামের মৃত আলকাস শেখের মেয়ে বানেছার সাথে বেশ কয়েক বছর পূর্বে একই উপজেলার আলমদস্তার গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে জহুর আলির সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ বিরাজ করছিল। শুক্রবার গভীর রাতে পারিবারিক কলহের জের ধরেই শ্বাসরোধ করে বানেছাকে হত্যা করে বলে অভিযোগ। হত্যার পরে বানেছার স্বামী জহুর আলি শাখারকান্দি শীলবাড়ি এলাকার ভাড়া বাড়ি থেকে পালিয়ে যায়। সকালে বানেছার মেয়ে কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রাজৈর থানা পুলিশ বাছেনার লাশ উদ্ধার করে।
রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় দাগ পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৫/মাহবুব