অভাবের কারণে সুন্দরবনে বড় ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে বনদস্যুদের হাতে জিম্মি হয়ে পড়েছে অষ্টম শ্রেণির ছাত্র রাজিব হোসেন। সপ্তাহ ব্যাপী জিম্মি থাকায় ওই ছাত্রের পরিবার চরম উৎকন্ঠায় রয়েছে।
রাজিব শরনখালো উপজেলার খুড়িয়াখালী গ্রামের আজিজ মুন্সির ছেলে। মুক্তিপণের টাকা দিয়ে তাকে ফিরে পেতে স্বজনরা বনে ঘুরে ফিরলেও গত চারদিন ধরে ওই বাহিনীর সাথে যোগাযোগ করতে পারেননি তারা।
জানা যায়, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রাজিব সংসারের অভাব অনটনের কারণে গত ২৮ নভেম্বর বড় ভাই রাসেল মুন্সির সাথে মাছ ধরতে বনের মরা ভোলা এলাকায় যায়। সেখানে ওই দিন বিকালে মাছ ও কাকড়া আহরনরত জেলে বহরে অতর্কিত হামলা চালায় কুখ্যাত বনদস্যু কাশেমের নেতৃত্ত্বাধীন আকাশ বাহিনীর সদস্যরা। অন্যান্য জেলেদের সাথে দস্যুরা কিশোর রাজিবকেও ২০ হাজার টাকা মুক্তিপণ পেতে অপহরণ করে বনের মধ্যে আটকে রাখে। এসময় সাথে থাকা বড় ভাই রাসেল মুন্সি ছোট ভাইকে ছাড়িয়ে আনতে দস্যুদের কাছে অনেক মিনতি করলেও তাতে কোন কাজ হয়নি।
গত ১ ডিসেম্বর বনের সুপতি ষ্টেশনের জালিয়ারখাল এলাকায় আকাশ বাহিনীর সাথে অপর বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধ হলে পূর্ব সুন্দরবনসহ লোকালয়ে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আকাশ বাহিনীর কাছে জিম্মী থাকা প্রায় ৩০ জেলের ভাগ্য নিয়ে শংকা দেখা দিয়েছে। রাজিবকে ফিরে পেতে তার পরিবারের সদস্যরা মুক্তিপণের টাকা নিয়ে বনের বিভিন্ন স্থানে অপেক্ষা করলেও ওই বাহিনীর সাথে যোগাযোগ করতে পারেনি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, অপহৃত রাজিবের পরিবার থেকে তাদের কাছে কোন অভিযোগ করা হয়নি। তবুও বিষয়টি গুরুত্ব দিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন