দিনাজপুরের খানসামায় বাল্য বিয়ের আয়োজন করার অভিযোগে বর-কাজীসহ বিভিন্ন মেয়াদে ৬ জনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বর আলমগীর হোসেন (২৫), কাজী মজিবর রহমানকে (৪৫), বরযাত্রী ফিরোজিদুল ইসলাম (২৫), রহিদুল ইসলাম (২৬), মো. আনিছুর রহমান (২৫), মো. আরিফ হোসেনকে (২৩)। এদের মধ্যে বর-কাজীকে এক মাসের জেল এবং বরযাত্রীদের ১০দিন জেল প্রদান করা হয়েছে।
থানার এস আই মনতাজুল ইসলাম জানায়, দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্নখলী গ্রামের হামিদুল ইসলামের কন্যা ৮ম শ্রেণীর ছাত্রী(১৪) সাথে একই উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ওয়াজেদ আলীর পুত্র আলমগীর হোসেন (২৫) গত ৩ ডিসেম্বর দিবাগত রাত ১০টার দিকে গোপনে অনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ প্রায় শেষের দিকে চলছিল। এ সময় খবর পেয়ে খানসামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান ও খানসামা থানার ওসি কৃষ্ণ কুমার সরকার ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়। পরে বর আলমগীর হোসেনসহ ৬ জনের জেল দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান।
খানসামা থানার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৫/মাহবুব