বগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজি করতে গিয়ে ৫ স্বেচ্ছাসেবকলীগের ৫ নেতাকর্মীকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে উপজেলার আড়িয়া বাজার ও নয়মাইলের মাঝামাঝি ফুলতলা নামকস্থানে সিপি বাংলাদেশ লিমিটেড নামের একটি নির্মাণাধিন পোল্ট্রি ফিড কারখানা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা উপজেলা যুবলীগ নেতা সাজুর পা কাটা মামলায় অভিযুক্তও।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মাঝিড়া দক্ষিনপাড়ার কাঞ্চন আলীর ছেলে মাঝিড়া বন্দর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হোসেন শরিফ মনির (৩০), আড়িয়া কাঁটাবাড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল বাছেদ (২৮), মাঝিড়া দক্ষিনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে শামীম (২০), চোপীনগর গ্রামের বাবুল আকতারের ছেলে মাসুদ রানা (৩০) এবং রহিমাবাদ বি-ব্লক এলাকার আব্দুল হালিমের ছেলে মানিক (৩১)।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান, আড়িয়া বাজারের দক্ষিনে সিপি বাংলাদেশ লিমিটেড নামক ফিড কারখানার ম্যানেজারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে সেখানে অবস্থান করছে এমন গোপন সংবাদে ভিত্তি করে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪টি সামুরাই, রাম দা, ১টি চাপাতি ও ২টি ছোরাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এদের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে যুবলীগ নেতা সাজুর পা কেটে নেয়ার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা সন্ত্রাসী। তারা ক্ষমতাসীন দলের পরিচয়ে সন্ত্রাসীকর্মকাণ্ড করে।
বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন