নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের রোকনপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে খলিলুর রহমান (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত খলিলুর রোকনপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির পাশের মিঠাপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে নির্জন জায়গায় ছিনতাইকারীরা পথ রোধ করে তার কাছে থাকা সামান্য কিছু টাকা নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন তার চিৎকারে এগিয়ে এসে দেখে তিনি মাটিতে পড়ে রয়েছেন। সাথে সাথে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন