তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ার সমালোচনা করে বলেছেন, তাদের আচরণ শত্রু রাষ্ট্রের মতো।
তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তান সরকার যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাতে মনে হয় পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র। ভবিষ্যতে পাকিস্তানের সাথে এ দেশের ভালো সম্পর্ক থাকবে কিনা তা আমাদের ভেবে দেখতে হবে।’
তথ্যমন্ত্রী শুক্রবার শেরপুর সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতো বিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে জাসদের কেন্দ্রীয় কমিটির নেতা শিরিন আক্তার এমপি, শওকত জাহান, শেরপুরের জেলা প্রশাসক ডা. পারভিজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম তথ্য বিষয়ক কর্মকর্তা ছাড়াও স্থানীয় প্রেস ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন