বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীতে আইজিপি কাপ যুব কাবাডি টুর্ণামেন্টের ফাইনাল খেলা শ্রক্রবার বিকালে বাঁধের হাট আবদুল মালেক উকিল কলেজ ও নোয়ান্ন ইউনিয়ন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
নিধার্রিত ৬০ মিনিট খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের বেগমগঞ্জ মডেল থানাতে ৬-১০ পয়েন্টে হারিয়ে সুধারমা মডেল থানা চ্যাম্পিয়নশীর্প অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস।
জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সদর সার্কেল নবজ্যেতি ক্ষ্রষা, বেগমগঞ্জ সার্কেল শিকদার হাসান ইমাম, সদর মডেল থানা ওসি আনোয়ার হোসেন, বেগমগঞ্জ মডেল থানার গোলাম ফারুক, সোনাইমুড়ি থানার ওসি কাজী হানিফুল ইসলাম, কোম্পনীগঞ্জ থানা সাদেজদুল ইসলাম, সেনবাগ থানা ওসি আবদুর রেজ্জাক প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন