নোয়াখালীর বেগমগঞ্জে বরযাত্রীর ও বরের গাড়ি বহরে যুবলীগের নেতা কর্মী হামলা ও ভাংচুর চালিয়েছে। এতে বিয়ের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। ঘটনাটি ঘটে শুক্রবার।
জানা গেছে উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাজ গ্রামের মোঃ আলীর পুত্র জসিম উদ্দিনের সাথে একই উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের আমির হোসেনের কন্যা পুষ্প আক্তারের বিয়ের দিন ধায্য হয় আজ শুক্রবার। বিকেলে বরযাত্রীরা বিয়ের অনুষ্ঠান কনের বাড়ি যাওয়ার সময় স্থানীয় আমিন বাজারে বরযাত্রীদের গাড়ি পৌঁছালে কালিকা পুর গ্রামের যুবলীগ কর্মীর সাথে মেয়েটির সম্পর্ক আছে দাবি করে যুবলীগ নেতা কর্মীরা। পরে আলমগীরের নেতৃত্বে যুবলীগ কর্মী সজিব, রিপন ডিপজলসহ ১৫/২০ জন বরের গাড়ি ভাংচুর করে তাকে ফিরিয়ে দেয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি গোলাম ফারুক বলেন মেয়েটি সাথে একটি ছেলের সম্পর্ক ছিল। এতে বরযাত্রীর গাড়ি আটক করে। পুলিশ তাদের গাড়ি পার করে দেয়।
বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন