বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘দেশে এক ধরনের অস্বস্তি, আতঙ্ক বিরাজ করছে। দেশ বিরোধীরা জঙ্গীবাদ ছড়িয়ে দিতে মরিয়া হয়ে কাজ করছে। এজন্য ব্লাগারদের হত্যা করছে তারা। দেশকে জঙ্গীবাদের হাত থেকে রক্ষার জন্য নাট্যকর্মীদের একযোগে কাজ করতে হবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমিতে বিবর্তন যশোরের আয়োজনে চলা আট দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক নাট্যোৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সমাজের সঙ্কটে সবসময় নাট্যকর্মীরা এগিয়ে আসেন। ৬৯’ এর গণঅভ্যুত্থানের সময়েও তারা ঢাকায় ‘মা’ নাটক মঞ্চস্থ করে সবার মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি করেছিলেন। তাই আজকের সমাজের অসঙ্গতির বিরুদ্ধে নাট্যকর্মীদের রুখে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘টেলিভিশন নাটকের মান নীচে নেমে গেছে। তাছাড়া বিজ্ঞাপনের ভিড়ে মানুষ নাটক দেখতে পারে না। মঞ্চ নাটকই বিনোদনপ্রেমীদের পিপাসা মেটাচ্ছে।’
বিবর্তন যশোরের সাবেক সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পশ্চিমবঙ্গের নাট্য সমালোচক ও সাংবাদিক অংশুমান ভৌমিক, সাইফুজ্জামান জনি প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন