সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ১৫ কর্মীসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জামাতের ১৩ জন ও শিবিরের দুইজন কর্মীসহ নিয়মিত মামলার ৪১ জন আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাতে যৌথবাহিনীর অভিযানে সাতক্ষীরা সদর থানায় ১৮ জন, কলারোয়ায় তিনজন, তালায় দুইজন, কালিগঞ্জে ১০জন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে নয়জন, দেবহাটায় সাতজন ও পাটকেলঘাটা থানায় চারজন গ্রেফতার হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর, ২০১৫/ রশিদা