গ্রেফতার আতংকে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মেয়র প্রার্থীরা লাপাত্তা রয়েছেন। শুধু মেয়র প্রার্থীরাই নয়, জামায়াতের কাউন্সিলর প্রার্থীরাও আছেন আত্মগোপনে। গ্রেফতার আতংকে আত্মগোপনে থেকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রতিনিধির মাধ্যমে তাদের মনোনয়নপত্রজমা দিয়েছেন।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মেয়র পদে জেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম ও বিকল্প প্রার্থী সাবেক পৌর আমীর আব্দুস সবুর মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আদালত কর্তৃক জামিনে থাকলেও নতুন করে গ্রেফতার আতংকে তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন। নাচোল পৌরসভায় পৌর আমীর ডা. রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। রহনুপুর পৌর সভায় পৌর আমীর মিজানুর রহমান নাশকতার মামলায় কারাগারে থাকলেও প্রতিনিধির মাধ্যমে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে, শিবগঞ্জ পৌরসভায় জেলা জামায়াতের নায়েবে আমীর জাফর আলী একাধিক মামলা মাথায় নিয়ে পলাতক থাকলেও তিনিও প্রতিনিধির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে সবকটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াতের নেতারা প্রার্থী হয়েছেন এবং তারাও আত্মগোপনে আছেন।
বিডি-প্রতিদিন/৫ ডিসেম্বর ২০১৫/শরীফ