চাঁদপুরের ছেংগারচরের পর এবার ফেনীর দুই পৌরসভায় মেয়র পদে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তারা হলেন ফেনী পৌরসভায় ফজলুর রহমান বকুল ও পরশুরাম পৌরসভায় মো. মোস্তাফিজুর রহমান।
শনিবার দুপুরে মনোনয়নপত্র ‘যাচাই-বাছাই শেষে’ দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা একথা জানান।
জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক সাংবাদিকদের বলেন, “ফেনী পৌরসভায় বিএনপির প্রার্থী ফজলুর রহমান বকুল তার হলফনামায় তথ্য গোপন করায় এবং পৌর অডিট আপত্তি নিষ্পত্তি না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।”
ফজলুর রহমানের প্রার্থীতা বাতিল হওয়ায় এখন ফেনীতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান মেয়র আওয়ামী লীগের আলাউদ্দিন ও জাতীয় পার্টির মির্জা ইকবাল আলমগীর।
অন্যদিকে, পরশুরাম পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহেদা আক্তার বলেন, “বিধি মোতাবেক জামানত না দেওয়ায় মো. মোস্তাফিজুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।”
এই পৌরসভায় আর কোনো প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আওয়ামী লীগের নিজাম উদ্দিন আহাম্মেদ চৌধুরী সাজেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘোষণায় অপেক্ষায়।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৫/মাহবুব