নোয়াখালীর সদর উপজেলার লক্ষ্মীনারায়নপুর গ্রামে রাতে একই সময় তিন বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণসহ প্রায় ১০ লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
বাড়ির মালিক ও এলাকাবাসীরা জানায়, শুক্রবার রাত ২টার সময় ১০/১২ জনের একদল ডাকাত সদর উপজেলার লক্ষিনারায়নপুর গ্রামের ফিরোজ উল্যাহ, নুরুজ্জামান এবং দেলোয়ার হোসেনের বাড়িতে ঘরের দরজার তালা ভেঙ্গে ঢুকে লোকজনকে বেধে মূল্যবান জিনিসপত্র নগদ টাকা, স্বর্ণসহ প্রায় ১০ লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হেসেন জানান, ডাকাতির ঘটনায় প্রাথমিক তদন্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৫/মাহবুব