টাঙ্গাইলের ৮টি পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে। শনিবার পৌর নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাই প্রক্রিয়া শুরু হয়। আগামীকাল রবিবার বাছাই কার্যক্রম শেষ হবে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় প্রার্থী, প্রার্থীর প্রস্তাবনাকারী-সমর্থনকারী এবং আইনজীবীরা উপস্থিত থাকছেন। রিপোর্ট লেখা পর্যন্ত হেভীওয়েট কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার খবর পাওয়া যায়নি।
জেলার ১৩টি পৌরসভার মধ্যে ৮টি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো টাঙ্গাইল সদর, ধনবাড়ী, কালিহাতী, মধুপুর, ভুঞাপুর, গোপালপুর, মির্জাপুর ও সখীপুর।
এসব পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪ শ'৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৩৮ জন, কাউন্সিলর পদে ৩৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০৯ জন প্রার্থী রয়েছেন।
৮টি পৌরসভায় ৮১টি ওয়ার্ডের ১২১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুই লাখ ৯২ হাজার ৬ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, সময়সীমা শেষ না হওয়ায় ঘাটাইল, এলেঙ্গা ও বাসাইল পৌরসভায় নির্বাচন হচ্ছে না।
বিডি-প্রতিদিন/ ৫ ডিসেম্বর ২০১৫/শরীফ