ফেনী সদর ও পরশুরাম পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত দুই মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রির্টানিং কর্মকর্তা। পরশুরাম পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিপক্ষে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বর্তমান মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল রয়েছেন বিজয়ের পথে। পরশুরাম পৌরসভা রির্টানিং কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুদের জামানতের টাকা কম ও প্রস্তাবকারী-সমর্থককারীর আইডিকার্ড ভুল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ফেনী পৌর নির্বাচনী রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক জানান, ফেনী সদর পৌরসভার বিএনপি মনোনিত প্রার্থী ফজলুর রহমান বকুল হলফনামায় সাজাপ্রাপ্তির তথ্য গোপন ও পৌরসভার ইজারার টাকা পরিশোধ না করায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্রপ্রার্থী আতিকুল আলম মজুমদারের মনোনয়নপত্রও বাতিল করা হয়। তার বিরুদ্ধে ৪৭টি মামলাসহ দু’টিতে পরোয়ানা রয়েছে।
বিশ্বস্তসূত্রে জানা যায়, বাকী দুই প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ইকবালও তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার পথে রয়েছেন। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে ফেনী সদর পৌরসভায়ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাজি আলাউদ্দিন একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে এগিয়ে যাবেন।
অপরদিকে, দাগনভূঞা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক খাঁন ও বিএনপি প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপনের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা ফরিদা খানম। সাইফুর রহমান শেষশেষ নির্বাচনের মাঠে থাকছেন না বলে গুঞ্জন রয়েছে।
এছাড়া জেলার ৩টি পৌরসভার কাউন্সিলরের ৪৮টি পদের বিপরীতে আওয়ামী লীগ সমর্থিত ৩৩ জন প্রার্থী একক ভাবে মনোনয়নপত্র জমা দেয়ায় তারাও এখন বিনা প্রতিদ্বিন্দ্বতায় বিজয়ের পথে। বাকি ১৫টি ওয়ার্ডের একাধিক প্রার্থী মনোনয়ন পত্যাহারের শেষ দিন প্রার্থীতা প্রত্যাহার করে নিবে বলে প্রচার রয়েছে।
বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ও বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিল পদে প্রার্থী না থাকার কারণ কী এই প্রশ্নের জবাবে জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্যাহ মানিক জানান, অকার্যকর ব্যক্তিদের হাতে জেলা বিএনপির দায়িত্ব থাকায় ফেনীতে আজ বিএনপির করুণ অবস্থা। সরকার দলের সাথে লিয়াজো করে চলতে চলতে তারা মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান ফেনী সদর আসনের বিএনপি মনোনিত প্রার্থী ফজলুল হক বকুলের মনোনয়নপত্র যাচাই বাছাই কালে যে বাতিল হবে তা স্বয়ং বকুল ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানতেন। পরশুরামের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুদ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বাল্যবন্ধু। যোগসাজশেই তার নমিনেশনের সমস্যা রাখা হয়েছিল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে খুশি রাখতেই তার পরামর্শে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তাদের দলীয় মনোনয়ন দিয়েছেন। দলের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা না পেয়ে বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতৃবৃন্দ কাউন্সিল পদে লড়াই কারার সাহস করেননি।
বিডি-প্রতিদিন/ ৫ ডিসেম্বর ২০১৫/শরীফ