পার্বত্যাঞ্চলের ১০ ভাষাভাষি ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটির মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের যাত্রা শুরু হয়েছে।
আজ শনিবার সকালে মোনঘর উচ্চ বিদ্যালয় নতুন ভবন উদ্বোধন করেন ডগলাস এ ক্যাম্পবেল ফাউন্ডেশনের সভাপতি ভেনাঃ মুজিন সুনিম।
এসময় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, ভান্তে শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবির, ঝিমিত ঝিমিত চাকমা প্রমূখ।
পরে মোনঘর ক্যাম্পাস এলাকায় এলইডি লাইট উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বিদ্যালয় কতৃপক্ষ।
জানা গেছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ডগলাস এ ক্যাম্পবেল ফাউন্ডেশনের অর্থায়নে ২ কোটি ১৫ লাখ টাকার ব্যয়ে তিন তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়।
উল্লেখ্য, ১৯৭৪ সালে রাঙামাটি শহরের রাঙ্গাপানি এলাকায় পার্বত্য চট্টগ্রামের ১৩টি ক্ষুদ্র ক্ষুদ্র আদিবাসী জনগোষ্ঠীর তৃণমূল পর্যায়ের অনাথ, অসহায়, ছিন্নমূল শিশুদের নিয়ে শিক্ষায় এগিয়ে নিতে এ মোনঘর শিশু সদন প্রতিষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন