নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীর স্ত্রী ও মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
আজ শনিবার সকালে উপজেলা সদর ইউনিয়নের বাগবেড় এলাকায় ঘটে এ ঘটনা।
আহত আনোয়ারা বেগম ও রওশন আরাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী গিয়াস উদ্দিন জানান, বাগবেড় এলাকার লাল মিয়াদের সঙ্গে তাদের জমি-জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে সকালে প্রতিপক্ষ লাল মিয়া, খোরশেদ, রাজু, জাহাঙ্গীর, আরিফ, বাবুলসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গিয়াস উদ্দিনের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাট চালায়। প্রতিবাদ করায় তার স্ত্রী আনোয়ারা বেগম ও মেয়ে রওশন আরাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় ঘরে থাকা নগদ দের লাখ টাকা, কম্পিউটারসহ মালামাল লুটপাট করে।
এ দিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা বলে দাবি করেন। এ ব্যপারে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত/ওসি) মেহেদী মাসুদ বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন