পৌরসভা নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে কুমিল্লার ৬ পৌরসভার মেয়র পদে ৩৮জন প্রার্থীর মধ্যে দেবর-ভাবীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এর মধ্যে বিএনপির ১জন, জাতীয় পার্টির ২জন ও স্বতন্ত্র ৫ জন। কুমিল্লার চৌদ্দগ্রামের বিএনপি প্রার্থী মুহাম্মদ গোলাম রাব্বানী, জাতীয় পার্টির খোরশেদ আলম ও স্বতন্ত্র শাহাবউদ্দিনের মনোনয়ন বাতিল হয়েছে। লাকসামে জাপা প্রার্থী মোখলেছুর রহমান ও স্বতন্ত্র গোলাম ফারুক। হোমনার স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক ও তার ভাবী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র হারুনের স্ত্রী খোদেজা বেগম। বরুড়ার স্বতন্ত্র প্রার্থী মোঃ নজরুল ইসলাম।
পৌরসভা নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। রবিবার সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই বাছাই করা হবে।
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন