টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এনামুল হক মনোনয়নপত্র বাতিল হওয়ায় খবর শুনে হার্ট অ্যাটাকে মারা গেছেন।
জানা যায়, গোপালপুর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক (৪০) আগামী ৩০ ডিসেম্বর গোপালপুর পৌরসভার নির্বাচনে অংশ গ্রহনের জন্য মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান। কিন্ত মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
শনিবার পোপালপুর উপজেলা নির্বাচন অফিসার শামছুল হুদা জানান, স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের সমর্থনকারী ভোটারের স্বাক্ষর গড়মিল হওয়ায় যাচাইবাচাইয়ে তিনি বাদ পড়েছেন। তার সমর্থনকারী ভোটারের স্বাক্ষর না দিয়ে সমর্থকারীর মায়ের স্বাক্ষর দেয়া হয়েছে। এ খবর পাওয়ার পরপরই এনামুল হক পৌর এলাকার পাকুয়া নামক স্থানে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে গোপালপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় তার সমর্থদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন