নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘এবার বাংলাদেশের ইতিহাসে প্রথম দলীয়ভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে জোর করে সরকার দলীয় প্রার্থীদের জিতিয়ে আনার কোনো ইচ্ছা সরকার ও আওয়ামীলীগ রাখে না। দেশবাসীকে শতভাগ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হবে।’
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘবাড়ি নৌ-বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ৮০ ভাগ পৌরসভায় বিজয়ী হবে- দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে শাজাহান খান বলেন, ‘বিএনপি নেতারা দিবা স্বপ্ন দেখছেন। তাদের সমর্থনে দেশের ৮০ ভাগ মানুষ থাকলে আন্দোলনের ডাকে তারা রাজপথে নামত। আর ১২ কোটি মানুষ রাস্তায় নামলে সরকার টিকতো না।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যারা করে তাদের দলীয় সিদ্ধান্ত মেনেই দল করতে হবে। দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে প্রার্থী হবে তাদের ওপর চাপ প্রয়োগ করার কিছু নেই। যারা বিদ্রোহী প্রার্থী হবে তারা আওয়ামী লীগের কেউ না।’
এ সময় শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহম্মেদ, বাঘাবাড়ি নৌ-বন্দর কর্মকর্তা নাজমুল হুদা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় শ্রমিক ও পরিবহন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন