চট্টগ্রামের বাশঁখালীতে সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৫৫) নামের এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। অপরজন হচ্ছেন শ্রীপদ জলদাশ (৩৮)। তাদের দুইজনই বাশঁখালীর পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা।
আজ শনিবার ভোরে উপজেলার চানপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার।
তিনি বলেন, কক্সবাজারের পেকুয়া থেকে বাঁশখালীর ভেতর দিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা নগরীর মইজ্জারটেক যাচ্ছিল। পথে চানপুর বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রীর মধ্যে দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে একজন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনকে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পর চালক পিকআপ ভ্যান চালিয়ে পালিয়ে যায় বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন