স্বাধীনতার ৪৪ বছর পর রাখাইন পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের গোড়া আমখোলাপাড়ার ১৬ রাখাইন পরিবারকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে।
শনিবার দুপুরে নতুন বিদ্যুত লাইন সংযোগের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী বুদ্ধিস্ট ওয়েলফেয়ারে সভাপতি উচাচিং তালুকদার, রাখাইন নেতা চেননান ও পল্লী বিদ্যুত সমিতির মহিপুর শাখার ইনচার্জ আক্তার হোসেন প্রমুখ।
বিদ্যুত সুবিধা পেয়ে ওইসব রাখাইন পরিবারের মাঝে আনন্দ লক্ষ্য করা গেছে। রাখাইন চোথান জানান, আমরা দীর্ঘ দিন অন্ধকারে ছিলাম। এখন আর অন্ধকারে থাকতে হবেনা বিদ্যুত সুবিধা পেয়েছি।
পল্লী বিদ্যুত সমিতির মহিপুর শাখার ইনচার্জ আক্তার হোসেন জানান, রাখাইন পল্লীর ১৬টি পরিবারকে বিদ্যুতের হাওতায় আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৫/মাহবুব