বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর-চককানু গ্রামে শিয়া মসজিদে মুসল্লিদের উপর দুর্বৃত্তদের গুলির ঘটনায় ১০ দিন পেরিয়ে গেলেও কোন রহস্য উদঘাটন হয়নি। গ্রেফতারকৃত তিনজনকে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত ২৬ নভেম্বর মাগরিব নামাজের পর বগুড়ার শিবগঞ্জের হরিপুর-চককানু গ্রামে শিয়া মসজিদে দুর্বৃত্তরা গুলি ছোঁড়ে। গুলিতে মসজিদের মুয়াজ্জিন নিহত ও ইমামসহ অপর তিন মুসল্লি আহত হয়। এঘটনায় পুলিশ মাদ্রাসা ছাত্র জুয়েল মিয়া, জেএমবি সদস্য আনোয়ার হোসেন ও মাদ্রাসা অধ্যক্ষ সামছুল আলমকে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে পৃথকভাবে রিমান্ডে নেয় পুলিশ। ৭ দিনের রিমান্ড শেষে আজ শনিবার জুয়েল মিয়া ও জেএমবি সদস্য আনোয়ার হোসেনকে আদালতে নেয়া হলে আদালতের বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এর আগে মাদ্রাসার অধ্যক্ষ সামছুল আলমের পাঁচ দিনের রিমান্ড শেষ হওয়ায় গত বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, রিমান্ডে থাকা আসামীদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন