প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিরাজগঞ্জের তাড়াশে বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে বর-কনের বাবা প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো-উপজেলার উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের কনের বাবা মুঞ্জিল ও সদর ইউনিয়নের খুটিগাছা গ্রামের বরের বাবা মোজাম্মেল হক।
তাড়াশ নির্বাহী অফিসার জিল্লুর রহমান খান জানান, সোমবার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের মুঞ্জিল হক তার মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত স্কুলছাত্রী মুর্শিদা খাতুনের (১২) সাথে পাশ্ববর্তী মোজাম্মেল হকের ছেলে সাথে বিয়ের দিন ধার্য্য ছিল। সংবাদ পেয়ে তাড়াশ মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম বিয়ে বাড়িতে গিয়ে উভয়কে বুঝিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। কিন্তু গভীর রাতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অভিভাবকেরা দুজনের বিয়ে দেন। বিয়ের বিষয়টি জানার পরই খুটিগাছা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে বরের বাবা ও কনের বাবাকে আটক করেন। দুপুরে বাল্য বিয়ে দেয়ার কারণে দুজনকেই একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন