দিনাজপুরের পার্বতীপুরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। উপজেলার তুলসিপুকুর এলাকায় বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে পার্বতীপুর-রংপুর সড়কে একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের (নম্বর ঢাকা মেট্রো গ-২৫৯৯) চালকের মৃত্যু হয়। তবে বাসের চালককে আটক করা যায়নি। দুঘর্টনার কারণ ঘন কুয়াশা বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা