ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
বুধবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আহসান নামে একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ি নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেখে দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একযাত্রী
মারা যায়। আহত হয় আরো কমপক্ষে ৮ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার এস আই শামিম সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের কথা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব