ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কভ্যার্ড ভ্যানচাপায় জাহানারা আক্তার সীমা (২৪) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০জন।
বুধবার সকাল ৮টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রামের ছফুয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা আক্তার সীমা স্থানীয় সমসেপুর গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।
নিহত ওই শ্রমিক আমির শার্ট নামের স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। দুর্ঘটনার খবর পেয়ে কারখানার শ্রমিকরা ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, নিহত সীমা একটি লেগুনাযোগে স্থানীয় আমির শার্ট নামের একটি তৈরি পোশাক কারখানায় যাওয়ার পথে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের চাপায় নিহত হন। ওই দুর্ঘটনার খবর পেয়ে কারখানার বি¶ুদ্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ওই দুর্ঘটনায় আরও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজিম উদ্দিন জানান, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, মহাসড়কের উভয় দিকে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। হাইওয়ে ও থানা পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা